আজ পুরুলিয়া জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দেবেন প্রশাসনিক সভায়। এই সভা থেকেই ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করবেন রঘুনাথপুরের শ্যাম স্টিলের লৌহ ইস্পাত কারখানার। ওই শিল্প সংস্থা সুত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের কাছ থেকে রঘুনাথপুর শিল্প তালুকে প্রায় ৬০০ একর জমি পেয়েছেন তারা। সেখানেই ১৫০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি হচ্ছে এই কারখানা। সংস্থা তরফে জানানো হয়েছে, রঘুনাথপুরের এই কারখানার উৎপাদন ক্ষমতা হবে প্রতি বছরে ১.১৯ মেট্রিক টন। কারখানাকে ঘিরে ব্যাপক কর্মসংস্থানও হবে বলে দাবি ওই শিল্প সংস্থার। তারা জানান, কারখানার কাজ পুরোপুরিভাবে সম্পন্ন হলে প্রায় ৫০০০ মানুষের কর্মসংস্থান হবে।
previous post