পুরীর জগন্নাথ মন্দিরে রহস্যময় ড্রোন। রবিবার ভোরে মন্দিরের মাথায় চক্কর দিতে দেখা যায় ড্রোনটিকে। ৩০ মিনিট পর উধাও হয়ে যায় ড্রোনটি। নো ফ্লাইং জোনে এই ড্রোন ওড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। ড্রোন রহস্যের তদন্তে নেমেছে বিশেষ তদন্তকারী দল।
previous post