December 27, 2024
রাজ্য

পুরসভার নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুকে তলব করল সিবিআই

সংবাদ কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার নাম জড়াল সুজিত বসুর। ৩১ আগস্ট সকাল ১১টায় রাজ্যের দমকল মন্ত্রীকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। ২০১৬ সালে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। মূলত সেই সময় নিয়োগ প্রক্রিয়াকে বাইপাস করেছিলেন বলে অভিযোগ। এছাড়া অন্যান্য ৬০টি পুরসভার নিয়োগ দুর্নীতিতেও অভিযোগ উঠেছে।

সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার হয় ৫৯ পাতার নথি। সেই উদ্ধার হওয়া নথির ভিত্তিতে তলব করা হয় তাঁকে। পুরসভার নিয়োগ প্রক্রিয়ায় সাধারণত বিজ্ঞাপন দিয়ে আবেদন গ্রহণ করতে হয়। সেই আবেদনের ভিত্তিতে পরীক্ষা নিয়ে যোগ্য ব্যক্তিকে নিয়োগ করতে হয়। কিন্তু, সেই নিয়ম অনুসরণ না করে দলের নির্দেশে ভেতর থেকে নিজেদের অনুগত লোককে নিয়োগ করা হয় বলে অভিযোগ। ফলে চাকরি থেকে বঞ্চিত হন সাধারণ শিক্ষিত বেকাররা। সেজন্য সিবিআই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজ্যের দমকল মন্ত্রীকে তলব করেছে।

Related posts

Leave a Comment