পুনে, ২৩ এপ্রিল: পুনে-বেঙ্গালুরু সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৪। আজ রবিবার নারহে এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। জখম হয়েছেন আরও ২২ জন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে। জানা গিয়েছে, এদিন ভোরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষের ফলে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, সেটা এখনও সঠিকভাবে জানা যায়নি।
তবে পুলিশের প্রাথমিক ধারণা, গাড়ির ব্রেক ফেল করার জন্য দুর্ঘটনাটি ঘটেছে। যদিও দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে শোকপ্রকাশ করেছেন এনসিপি নেতা তথা সাংসদ সুপ্রিয়া সুলে।
previous post