সংবাদ কলকাতা: আগামী ৩ আগস্ট পুদুচেরিতে (Puducherry) অনুষ্ঠিত হতে চলেছে অনুর্দ্ধ-১৪ জাতীয় সাব-জুনিয়র বাস্কেটবল প্রতিযোগিতা। ৪৮তম সর্বভারতীয় এই প্রতিযোগিতায় যোগদানের জন্য বাংলার বালক ও বালিকা দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতাটি চলবে ৯ আগস্ট পর্যন্ত।
বালিকাদের মধ্যে রয়েছে শুভাঙ্গি দাস, তৃষা মণ্ডল, শেখ আথিয়ানা, দেবাংশী দাস (Debangshi Das), উপাসনা বাগাড়িয়া, জাহ্নবী আগরওয়াল, সামারা সিং, জয়া মাইতি, মোনালি সিংহ ও খুশবু বাগরি। দলের কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন পঙ্কজ মাহাতো ও জয় দাস। ম্যানেজার কেয়া মিত্র পাল।
এছাড়া বালক দলে রয়েছে গোকুল মাহাতো, সুজাত্ৰ দত্ত, আলেকজান্ডার কে. আমির হেমব্রম, অশোক সরদার, রাজ যাদব, এ. বানসাল, সাফিন মল্লিক, ধীরাজ নায়েক, কৃষিভ পোদ্দার, আকাশ দানা ও ত্রিদিপ মণ্ডল। টিমের কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন সতীনদার সিং ( Satinder Singh) ও আম্বরিশ পাল ( Ambarish pal)। ম্যানেজার আতাউর রহমান লস্কর।
previous post