November 1, 2025
বিদেশ

পুতিন–জেলেনস্কির মাঝে ‘রেফারি’ ট্রাম্প, শান্তি বৈঠকের তোড়জোড়

রাশিয়া ও ইউক্রেনের দীর্ঘস্থায়ী যুদ্ধ থামাতে ফের আলোচনার উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও নিয়ে সরাসরি আলোচনায় বসাতে চান। তাঁর পরিকল্পনা অনুযায়ী, আগামী ২২ অগস্টেই হতে পারে এই ত্রিপাক্ষিক বৈঠক।পুতিনের সঙ্গে আলোচনা শেষ করেই ট্রাম্প ফোনে কথা বলেন জেলেনস্কির সঙ্গে। একই সময়ে ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ— ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের নেতাদেরও খবর দেন তিনি।

যদিও বৈঠক কোথায় হবে, তা এখনো স্পষ্ট নয়।ট্রাম্প নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, হোয়াইট হাউসে ফিরেই ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করবেন। বাস্তবে তবে সাড়ে তিন বছর পেরিয়েও সংঘাত থামেনি। বর্তমান নীতিতে তিনি একদিকে রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছেন, অন্যদিকে পুতিনকে কূটনৈতিক সম্মানও দিচ্ছেন।

আলাস্কার আলোচনাকে দুই নেতা ফলপ্রসূ বলে বর্ণনা করলেও যুদ্ধ শেষ করার রূপরেখা পাওয়া যায়নি।এখন জেলেনস্কির সঙ্গে বৈঠককে ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, ট্রাম্প ডনবাস অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিতে পারেন কিয়েভকে। রাশিয়ার নিয়ন্ত্রণে লুহানস্ক আগেই চলে গিয়েছে, তবে ডনেৎস্ক এখনো ইউক্রেনের সেনার হাতে।

মস্কো দীর্ঘদিন ধরেই গোটা ডনবাস চাইছে, কিন্তু নিরাপত্তা ও খনিজ সম্পদের কারণে সেই দাবি মানতে নারাজ জেলেনস্কি।ট্রাম্পের বক্তব্য, কেবল সংঘর্ষবিরতি নয়, চাই পূর্ণ শান্তিচুক্তি। তাঁর ধারণা, ডনবাস নিয়ে ছাড় দিলে যুদ্ধের অবসান সম্ভব। তবে ইউক্রেন যদি রাজি না হয়, তাহলে সংঘাত আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।

Related posts

Leave a Comment