December 27, 2024
কলকাতা

পুজোর সেরা পুরষ্কার

সংবাদ কলকাতা: কলকাতাশ্রী পুরষ্কারের জন্য বিচারকমন্ডলীদের বিচার হিসাবে সুরুচি সংঘ, তালা প্রত্যয়, কাশি বোস লেন সহ ৪টি পুজো সেরার সেরা পুরষ্কার পেল। মেয়র এদিন জানান যে, আমি এবং দেবাশীষ কুমার আমাদের পুজোর বাইরে রেখেছি। মোট ৪টি সেরা পুজোর পুরষ্কার পেল। সেরা উৎকর্ষ, সেরা বিষয়, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশ, সেরা সমাজ কল্যাণ পুজো, সেরা সম্ভাবনাময়। এছাড়া মেয়র চয়েজ পুরষ্কার ছিল। আরও পুরষ্কার রয়েছে। যেখানে মেয়র নিজেই ঘুরে দেখে সিদ্ধান্ত নেবেন। এদিন কলকাতা পৌর সংস্থার শারদীয়া সংখ্যালেখান প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম, দেবাশীষ কুমার, পৌর কমিশনার বিনোদ কুমার, সচিব হরিহর প্রসাদ মণ্ডল।

Related posts

Leave a Comment