33 C
Kolkata
August 2, 2025
কলকাতা

পুজোর সময় নদীয়াতে দুঃসাহসিক চুরি

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: বন্ধ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার নিধির পোতা এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে। গতকাল মহাষষ্ঠী উপলক্ষে নিধিরপোতা এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র বাড়ুই নামের এক ব্যক্তি তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি তালা বন্ধ করে দুর্গা প্রতিমা দেখতে বেরিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে এসে দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান তিনি। এরপর ভেতরে ঢুকলে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে থাকার পাশাপাশি আলমারি ভাঙ্গা অবস্থায় দেখেন। ঘটনাটি এলাকাবাসীদের জানান। বাড়ি বন্ধ থাকার সুযোগ নিয়ে চোরেরা ভেতরে ঢুকে আলমারি ভেঙ্গে প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গহনা সহ নগদ ৪০ হাজার টাকা ও বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ করেন বাড়ির মালিক নারায়ণ চন্দ্র বাড়ুই। ঘটনাটি জানানো হয় স্থানীয় থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

Related posts

Leave a Comment