সংবাদ কলকাতা: পুজোর আগেই মামলার বেড়াজালে বাঙালির শারদ উৎসব। গত ২৩ জুলাই দুর্গাপুজোর আগে নথিভুক্ত ক্লাবগুলির অনুদান বাড়িয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী জানিয়েছেন,পুজোতে অনুদানের পরিমাণ ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮৫ হাজার করা হয়েছে,এর পাশাপাশি বিদ্যুৎ এর ক্ষেত্রে দেওয়া হয়েছে বিশেষ ছাড়। আর এবার দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলায় নতুন আবেদন,’এই অর্থের উৎস কি? পুজো অনুদানের টাকা কীভাবে খরচ করছে ক্লাবগুলি?খতিয়ে দেখুক আদালত ।’
মামলাকারীর আবেদন, ‘মানুষের করের টাকায় দেওয়া অনুদান আদৌ কোর্টের গাইডলাইন মেনে খরচ হচ্ছে? পুজো অনুদানের টাকা কীভাবে খরচ করছে ক্লাবগুলি? খতিয়ে দেখুক আদালত । প্রয়োজনে উপযুক্ত সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হোক।’ জনস্বার্থ মামলাটির মামলাকারী সৌরভ দত্ত। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভবনা রয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে, অনুদানের আওতায় আনা হচ্ছে আরও বেশি ক্লাবকে। কিন্তু কোথায় থেকে আসছে সেই টাকা? এই প্রশ্ন তুলেই এই মামলা হল কলকাতা হাইকোর্টে।গত ২৩ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, গতবারের থেকে ১৫ হাজার টাকা করে বাড়িতে এবার অনুদান দেওয়া হবে ৮৫ হাজার টাকা করে। শুধু তাই নয়, ক্লাবগুলির জন্য বিদ্যুতের ছাড়ও বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটাই। ৬৬ শতাংশ থেকে ৭৫ শতাংশ করে দেওয়া হয়েছে সেই ছাড়। এখানেই শেষ নয়। পরেরবার ক্লাবগুলিকে ১ লক্ষ টাকা করে দেওয়ার কথাও বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী । এরপরই মামলা হল আদালতে।