33 C
Kolkata
August 2, 2025
কলকাতা

পুজোয় লিলুয়াতে বানানো হচ্ছে মদন মূর্তি

সংবাদ কলকাতা: আত্মপ্রচারের যতরকম কৌশল আছে, কোনওটাই হাতছাড়া করতে চান না আমাদের মদনদা। নিজের নামে গানের অ্যালবাম, নিজের অভিনীত সিনেমা থেকে শুরু করে এবার হাওড়া জেলার লিলুয়াতে একটি পূজা মন্ডপে এবছরের দুর্গা পূজার থিম “ও লাভলী”। পাশাপাশি এই মন্ডপে দুর্গা প্রতিমা ছাড়া আরও একটি মূর্তি দর্শকদের মনোরঞ্জন করবে। তা হল পুরোহিতরূপী মদন মিত্র।

উত্তর কলকাতার কুমোরটুলিতে মিন্টু পালের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে পুরোহিত মদন মিত্রের এই মাটির প্রতিকৃতি। গতকাল এই মূর্তি তদবির করতে আসেন স্বয়ং মদন বাবু। তিনি এসে বিভিন্নভাবে খতিয়ে দেখেন নির্মীয়মান নিজের প্রতিকৃতি। এরপর বলেন, “ও লাভলী!” তাঁর ভক্তরাও সেই কান্ড দেখে বলে ওঠেন “ও লাভলী!”

Related posts

Leave a Comment