November 2, 2025
রাজ্য

পি সি সরকার জুনিয়ারকে তলব ইডির

সংবাদ কলকাতা: পি সি সরকার জুনিয়ারকে তলব করল ইডির। সিজিও কমপ্লেক্স-এ হাজিরা জাদু সম্রাটের। সূত্রের খবর, টাওয়ার গ্রুপ চিট ফান্ড মামলার তদন্তে তলব করা হয় তাঁকে।

শুক্রবার দুপুরে সল্টলেকে ইডি দফতরে আসেন জাদু সম্রাট জুনিয়র পিসি সরকার। ইডি সূত্রে খবর, তাঁকে টাওয়ার গ্ৰুপ চিটফান্ড মামলায় তলব করা হয়েছ। কয়েকদিন আগেই টাওয়ার গ্রুপ কর্তা রমেন্দু চ্যাটার্জীকে হেফাজতে নেয় ইডি। এরপরই টাওয়ার গ্রুপ চিট ফান্ড তদন্তে নাম উঠে আসে জাদু সম্রাট জুনিয়র পিসি সরকারের। ইতিমধ্যেই একই মামলায়, সিবিআই তল্লাশি হয়েছিল জাদু সম্রাটের বাড়িতেও। এবার সেই মামলায় ইডির তলব তাঁকে।

Related posts

Leave a Comment