30 C
Kolkata
August 3, 2025
জেলা

পিঠাকেয়ারী স্বাস্থ্য কেন্দ্রের নতুন সীমানা প্রাচীর সহ চিকিৎসা সামগ্রীর উদ্বোধন করলেন মেয়র বিধান উপাধ্যায়

সালানপুর, ৯ নভেম্বর: সালানপুর ব্লকের রূপনারায়ণপুর পিঠাকেয়ারী স্বাস্থ্য কেন্দ্রের নতুন সীমানা প্রাচীর সহ চিকিৎসা সরঞ্জাম এর উদ্বোধন করা হল বুধবার। এই সীমানা প্রাচীরটি পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের মাইথন শাখার সিএসআর তহবিল এর ৫২ লক্ষ টাকা খরচ করে নির্মাণ করা হয়। যার শুভ উদ্বোধন করেন আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মেয়র তথা বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায় ও পাওয়ার গ্রিড অফ ইন্ডিয়া মাইথন শাখার ডিজিএম অঞ্জনি কুমার ও সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস। সকলে একসাথে ফিতা কেটে এই উদ্বোধন করেন।

শ্রী উপাধ্যায় বলেন, মাইথন পাওয়ার গ্রিড এলাকার মানুষের উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছে। এটি প্রশংসনীয় যে পাওয়ার গ্রিড সিএসআর তহবিল থেকে প্রায় 52 লক্ষ টাকা ব্যয় করে পিঠাকেয়ারী স্বাস্থ্য কেন্দ্রের সীমানা নির্মাণ সহ নতুন সরঞ্জাম উপহার দিয়েছে। এ জন্য আমি ধন্যবাদ জানাই মাইথন পাওয়ার গ্রিডকে। মাইথন পাওয়ার গ্রিড ইউনিট স্বাস্থ্য কেন্দ্রের সীমানা সহ হাসপাতালে নতুন সরঞ্জাম প্রদান করেছে, যা হাসপাতালের কাঠামোকে উন্নত করবে এবং রোগীদের উন্নত চিকিৎসা প্রদান করবে।

বিষয়টি সম্পর্কে পাওয়ার গ্রিডের কর্মকর্তা অঞ্জনি কুমার বলেন, এই স্বাস্থ্য কেন্দ্রের উন্নতি হবার ফলে আমাদের পাওয়ার গ্রিডের কর্মীরাও উপকৃত হবে। আমাদের কর্মীরা এই হাসপাতালে বহুবার জরুরী পরিস্থিতিতে চিকিৎসা সেবা পেয়েছেন।তাই এই স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নের কথা চিন্তা করে এগিয়ে আসা আমাদের কর্তব্য।

প্রধান অতিথি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর বিএমওএইচ সুব্রত সিট, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজসেবক ভোলা সিং রূপনারায়ণপুর পঞ্চায়েত প্রধান অপর্ণা দাস, উপপ্রধান সন্তোষ চৌধুরী সহ আরও অনেকে।

Related posts

Leave a Comment