৭ এপ্রিল (রবিবার) বালুরঘাটে মোদির সভা করার কথা ছিল। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারই প্রধানমন্ত্রীর সভার দিন ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৬ এপ্রিল বালুরঘাটে আসছেন। তিনি তপনে সভা করবেন। বৃহস্পতিবার বিজেপি সূত্রে জানা গিয়েছে, এজন্য ওই দিন সভা হচ্ছে না। তবে গেরুয়া শিবির সূত্রে খবর, মোদির এই সভা ১২ থেকে ১৯ এপ্রিলের মধ্যেই হতে পারে। আবার আরেকদিকে, কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাও রয়েছে। তবে সেই সভার দিনক্ষণ সম্পূর্ণ ঠিক করা হয়নি। বিজেপি সূত্রে খবর, মোদির সভা বালুরঘাটের রেললাইন মাঠে করার ভাবনা রয়েছে। অন্যদিকে, অমিত শাহের সভা গঙ্গারামপুর মহকুমাতেই হওয়ার সম্ভাবনা প্রবল।
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর সভা ৭ তারিখে হচ্ছে না। সভার দিন এখনো স্থির হয়নি। তবে দিনদিনক্ষণ চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে।
previous post