32 C
Kolkata
August 2, 2025
জেলা

পিকনিক করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক

শিলিগুড়ি, ১ আগস্ট: বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে শিলিগুড়ি শহর সংলগ্ন গুলমা মহানন্দা নদীতে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম অমিত সাহানি (১৮)। শিলিগুড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডেএর বাসিন্দা। পরিবারের তরফে অভিযোগ, দুর্ঘটনায় নয় পরিকল্পনা করে খুন করা হয়েছে অমিতকে।
রবিবার অমিত সাহানি তাঁর ৬ বন্ধুর সঙ্গে পিকনিক করতে গুলমায় যায়। সেখানে পিকনিকের পাশাপাশি তারা মদ্যপানও করে। এরপর অমিত ও তাঁর বন্ধুরা মিলে নদীতে স্নান করতে নামে। সেইসময় তাদের মধ্যে একজনকে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে অমিত গভীর জলে ঝাঁপিয়ে পড়ে।কিন্তু সেখানে বন্ধু রাজকে বাঁচাতে গিয়ে রহস্যজনকভাবে জলে ডুবে যায় অমিত। এরপর বন্ধুরা অমিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
তবে গতকালের এই ঘটনাকে দুর্ঘটনা বলে মানতে নারাজ অমিতের পরিবার। পরিবারের অভিযোগ অমিতকে হত্যা করা হয়েছে। অমিতের ছয় বন্ধুর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে তাঁর পরিবার। আজ ছয় বন্ধুকে নিয়ে ঘটনাস্থলেও যায় তারা। কিভাবে এই ঘটনা ঘটলো তা জানতে চায় তারা।
মৃতের বাবা নারায়ণ সাহানী বলেন, ‘রবিবার ছেলে তাঁর বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গুলমায় গিয়েছিল। সন্ধ্যে নাগাদ ছেলের মৃত্যুর খবর পাই।ছেলের বন্ধুরা জানায় নদীতে ডুবে মৃত্যু হয়েছে অমিতের।’ তাঁর অভিযোগ, ছেলের মৃত্যু কোন দুর্ঘটনা নয়। ছেলেই বন্ধুরাই তাকে জলে ডুবিয়ে হত্যা করেছে। এই নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Related posts

Leave a Comment