দিলদার আলি, কুশমন্ডি: দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কুশমন্ডি বুনিয়াদপুর রাজ্য সড়কে হাড়াহার এলাকায় পিকআপ ভ্যান ও মোটর সাইকেলের মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হল গোয়াল গা বুথের তৃণমূল মনোনীত প্রার্থী ও কুশমন্ডি ব্লক যুব জেনারেল সম্পাদক মোহাম্মদ হাবিব (৩৩)। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছায় কুশমন্ডি থানার পুলিশ। তাঁরা মৃতদেহ উদ্ধার করে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার ৪টা নাগাদ শিনতোর এলাকায় বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। হাড়াহার এলাকায় পিকআপ ভ্যান বুনিয়াদপুর দিয়ে যাচ্ছিল। মোটরবাইক নিয়ে কুশমন্ডি দিকের আসছিলেন মোহাম্মদ হাবিব। সেই সময় এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে।