একাধিক কমিটি পেনশন বৃদ্ধির পক্ষে সওয়াল করলেও, তাকে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কোনো রকম গুরুত্ব দেয়নি। কেন্দ্রীয় সরকার পিএফে পেনশন বৃদ্ধি নিয়ে একপ্রকার অনড় মনোভাব দেখিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে একাধিকবার পেনশন বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর হয়নি। প্রবীণরা এটা নিয়ে আশাবাদী ছিল, লোকসভা ভোটের আগে হয়তো সরকার এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে। কিন্তু কিছুই তো হয়নি। এর প্রতিবাদে আগামী কাল শনিবার ইপিএস-৯৫ পেনশন ভোগীদের সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি মৌলালির রামলীলা ময়দানে প্রতিবাদ সভা করবে। এখানকার রাজ্য শাখার কর্তাদের কথায়, সাড়ে সাত হাজার টাকা ন্যূনতম পেনশন, ডিএ এবং চিকিৎসা পরিষেবার দাবিতে আমরা সম্পূর্ণ অনড়। তাই ভোট শেষ হওয়ার পরও আন্দোলন জারি রাখছি আমরা। আমরা এখান থেকে সার্বিকভাবে কেন্দ্রের সিদ্ধান্ত না নেওয়ার বিরুদ্ধে প্রচার চালাব।
previous post