23 C
Kolkata
December 25, 2024
রাজ্য

পিংলায় বিডিও-র গাড়ির সঙ্গে সংঘর্ষে মৃত বাইক আরোহী

খড়্গপুর, ১৮ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। পটাশপুরের বিডিও-র গাড়ির সঙ্গে সংঘর্ষে মৃত এক বাইক আরোহী। সোমবার ১০টা নাগাদ পিংলা ব্লকের বারোমাইল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি স্করপিও গাড়ি জামনার দিক থেকে তেমাথানির দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি বাইকে করে দুজন ব্যক্তি তেমাথানির দিক থেকে জামনার দিকে আসছিলেন। বারোমাইলের কাছে আসতেই ওই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। আহত আরও এক বাইক আরোহীকে উদ্ধার করে সবং হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, পটাশপুরের বিডিও ছিলেন ওই গাড়িতে। ওই স্করপিও গাড়িটিতে লেখা ছিল Govt of WB, পুলিশ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। এই দুর্ঘটনার জেরে মুন্ডুমারির তেমাথানি রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related posts

Leave a Comment