33 C
Kolkata
August 2, 2025
রাজ্য

পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছেন: ইডি

সংবাদ কলকাতা: বাংলার শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতে এমটাই দাবি করল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। পার্থ বাবুর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মামলায় রয়েছে পাহাড় প্রমাণ অভিযোগ। সেজন্য তিনি এখন জেল বন্দি রয়েছেন। চলছে মামলার শুনানি। আর এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। গতকাল সিবিআই-এর বিশেষ আদালতে সেই আবেদনের শুনানি হয়। সেখানে ইডির আইনজীবি ফিরোজ এডুলজি এই জামিনের বিরোধিতা করেন। তিনি ইতিহাসের পাতা থেকে দুটি তারিখের উল্লেখ করেন। বলেন, ২৬ সেপ্টেম্বর ১৮২০ এবং ১৯৫২ সালের ৬ অক্টোবর। এডুলজি বলেন, “হুজুর, প্রথম তারিখে জন্মেছিলেন ঈশ্বর চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছিলেন ‘বর্ণপরিচয়’। এভাবে বাংলার শিক্ষাব্যবস্থাকে ১০০ বছর এগিয়ে দিয়েছিলেন। কিন্তু পরের তারিখটিতে জন্মেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। যিনি বাংলার শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছেন। আইনজীবির এই মন্তব্যে আদালত কক্ষে আলোড়ন সৃষ্টি হয়। এদিন ইডির আরও দুই আইনজীবি ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ ভদ্র তাঁর জামিনের বিরোধিতা করে সওয়াল করেন। উঠে আসে কুন্তল ঘোষ প্রসঙ্গও। সম্প্রতি পার্থবাবুর সঙ্গে মুখোমুখি জেরায় বসানো হয় কুন্তল ঘোষকে। কুন্তল স্বীকার করেছেন, তিনি পার্থবাবুকে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন। যে টাকা চাকরি প্রার্থীদের কাছ থেকে নিয়েছিলেন কুন্তল ঘোষ।

Related posts

Leave a Comment