21 C
Kolkata
December 25, 2024
রাজ্য

পার্থর বাড়ির কাজের লোকদের তলব করল সিবিআই

সংবাদ কলকাতা: এবার পার্থর বাড়ির কাজের লোকদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকল সিবিআই। বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা তাঁদের।

মূলত, পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যে সমস্ত পরিচারক ও পরিচারিকা ছিলেন, তাঁদেরকেই ডাকা হয়েছে। পার্থর বাড়িতে নিয়মিত কাদের যাতায়াত ছিল, সে সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হবে তাঁদের কাছে।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী থাকাকালীন বেশ কিছুদিন বিকাশ ভবনে যেতেন না তিনি। মূলত নিজের বাড়িতে শিক্ষা দপ্তরকে তুলে নিয়ে এসেছিলেন পার্থবাবু। সে সময় বহু মানুষ তাঁর বাড়িতে যাতায়াত করত। সূত্রের খবর, কারা যেত এবং কী কারণে যেত, সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Related posts

Leave a Comment