32 C
Kolkata
April 15, 2025
রাজ্য

পার্থর জামিনের আবেদন খারিজ

সংবাদ কলকাতা: আবারও পার্থ সহ ৭ জনের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। এব্যাপারে পার্থর আইনজীবি জানান, এতদিন ধরে জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সম্পর্কে কোনও কমিটি, কোনও রিপোর্ট দেননি বা কোনও কমটির সাথে কোনও বৈঠক করেননি। তাহলে তিনি কিভাবে অভিযুক্ত হতে পারেন?

অপরদিকে শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী জানান, এতদিন পরও সিবিআই কোনও চার্জশিট জমা দেয়নি। তাঁরা বলতে চাইছেন, সরকার অনুমতি দিচ্ছে না।

এ ব্যপারে সিবিআই-এর আইনজীবির কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ষড়যন্ত্রের জাল অনেকদূর বিস্তৃত। অনেকেই এই ষড়যন্ত্রে যুক্ত। তদন্তকারী অফিসাররা এই ষড়যন্ত্রের শিকড়ে পৌঁছাতে চাইছেন। এই তদন্তে অনেকের নাম সামনে এসেছে। অনেকে এখনও সামনে আসেনি। তবে প্রতি ১৪ দিন অন্তর আদালতে রিপোর্ট জমা পড়বে।

এজলাশে হঠাৎই পার্থ চট্টোপাধ্যায় বলে ওঠেন, সিবিআই শুধু বৃহত্তর ষড়যন্ত্র তত্ত্ব সামনে আনছে। এই বৃহত্তর ষড়যন্ত্রের সংজ্ঞা কী? আসলে বৃহত্তর ষড়যন্ত্র ছাড়া সিবিআইয়ের কিছু বলার নেই। কিন্তু এভাবে আমাদের চরিত্র হনন করা হচ্ছে। মন্ত্রী হওয়া কি অপরাধ? এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কেউ মন্ত্রী অথবা জনপ্রতিনিধি হতে চাইবে না।

Related posts

Leave a Comment