31 C
Kolkata
April 16, 2025
Featured সাহিত্য

পার্থকে নিয়ে হিরণের রসাত্মক পোস্টে মুগ্ধ নেটপাড়া

জেল প্রাপ্ত আসামী ও রাজ্যের মা মাটি মানুষের সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অভিনেতা ও বিধায়ক হিরণের একটি মূল্যবান পোস্ট সমাজমাধ্যমকে পুরো নাড়িয়ে দিয়েছে। ব্যঙ্গাত্মক এই পোস্টে রয়েছে ব্যাপক হাসির খোরাক। এই পোস্টে অভিনেতা হিরণের সাহিত্যরস বোধ নেটপাড়ার মানুষজনকে সত্যিই মুগ্ধ করেছে। আসুন দেখে নিই, এক্স হ্যান্ডেলে কী লিখেছেন হিরণ:

“আজ ঠিক উনিশ মাস ছয় দিন পূর্ণ হল, উনি আমাদের মধ্যে নেই – জেলে আছেন।
কাশ‍্যপ মুনির বংশোদ্ভূত এই অদ্ভুত তেজোদীপ্ত মানুষটি গত বছর ২৩শে জুলাই, বাংলার ৬ই শ্রাবণ, শনিবার, দশমী তিথিতে বৃষ রাশিতে চন্দ্র গোচরে থাকাকালীন জেলযাত্রায় রত হন।
‘কর্মবীর’ শব্দটি যেন ওনার কাছে এসে ম্লান হয়ে যায়, বাংলাকে শিক্ষা শিল্পে চারশো বছর এগিয়ে দেবার ক্ষেত্রে প্রাণপণ চেষ্টা করেছেন বিষ্ণুমাতার আশীর্বাদে।
স্ত্রী পরলোক গমন করার প‍রে শোকাহত অবস্থাতেও নিজের ৭০ বছর বয়সের শরীরটাকে ক্লান্ত হতে না দিয়ে তার ২৯ বছরের বান্ধবী অর্পিতাদেবীর সাথে অক্লান্ত পরিশ্রম করে শিক্ষা আর শিল্প দফতরের উন্নয়ন করে গেছেন।
এই স্বাত্তিক মানুষটি বার্ধক্যে এসে নিজের রজগুণ এবং তমোগুণকে সম্পূর্ণরূপে বিসর্জন দিয়েছিলেন। এও শোনা যায় যে মা-মাটি-মানুষের এই প্রতিনিধি সারাদিনে মাত্র সারে চার হাজার টাকার ফলমূলাদি আহার হিসাবে গ্রহণ করতেন।
আহারে অদৃষ্ট!

হে কর্মবীর, লহ প্রণাম! “

Related posts

Leave a Comment