21 C
Kolkata
December 26, 2024
জেলা

পারিবারিক বিবাদের জেরে মাথা ফাটল দুই মহিলার

কাঁকসা, ১৪ নভেম্বর: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে মাথা ফাটল দুই মহিলার। ঘটনাটি ঘটেছে কাঁকসার সিলামপুরে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ আহত দুই মহিলা কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কাঁকসা সিলামপুরের বাসিন্দা আক্রান্ত হামিদা বিবির অভিযোগ তার মেজো দেওর সম্পত্তি ভাগাভাগির জন্য কিছু দিন ধরে তার শ্বশুরকে নানা ভাবে হুমকি দিত। মঙ্গলবার সকালে তার মেজো দেওর ও তার শশুর বাড়ীর লোকজন তার স্বামীকে মারধর করতে শুরু করে। স্বামীকে বাঁচাতে গেলে তাকে ও তার ননদকেও মারধর করা হয়। এই ঘটনায় হামিদা বিবি ও তার ননদ জরিনা খাতুনের মাথা ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসার পর কাঁকসা থানার পুলিশের দারস্ত হন হামিদা বিবি ও তার ননদ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

Related posts

Leave a Comment