18 C
Kolkata
December 24, 2024
জেলা

পানীয় জলের সাব মার্শাল সরানো নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল মগরাহাটে

মগরাহাট, ২৪ ফেব্রুয়ারী: জনবহুল বাজারের মধ্যে পানীয় জল সরবরাহের জন্য বসানো হয়েছিল সাব মার্শাল। খরচ হয়েছিল প্রায় সাড়ে আট লক্ষ টাকা। অভিযোগ সেখানে বসানো হয়েছিল একটি ছোট টুলু পাম্প যার ফলে লোড নিতে না পেরে খারাপ হয়ে পড়ে থাকে সাব মার্শাল টি। সাব মার্শাল সারানো নিয়ে শাসক দলের নেতাদের কাজকর্মে ক্ষোভ দলেরই একাংশের। অনুন্নয়ন নিয়ে যে সুর এতদিন বিরোধীদের মুখে শোনা যেত, এখন সেই একই সুর শোনা যাচ্ছে শাসক দলের স্থানীয় তৃণমূল নেতাদের মুখে। সাড়ে আট লক্ষ টাকার মত খরচ করে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতের রাজবল্লভপুর বাজারে পানীয় জলের জন্য বসানো হয়েছিল একটি সাব মার্শাল। শাসক দলের একাংশ ও স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী তথা অঞ্চল যুবতৃণমূলের সভাপতি রাজু মন্ডল জানিয়েছেন, দীর্ঘদিন পঞ্চায়েত প্রধান থেকে বিধায়ক পর্যন্ত প্রত্যেকের কাছে জানিয়ে কোন কাজ হয়নি। এত বড় বাজার ছাড়া আট দশটি পাড়ার মানুষ এখান থেকে ড্রাম ভর্তি করে জল নিয়ে যেত। মাত্র কয়েকদিন চলে সেই সাব মার্শাল অকেজো হয়ে পড়ে থাকার পিছনে দায়ী করেছেন শাসক দলের একাংশ কে। সামনে আসছে প্রচন্ড দাবদাহ। শাসকদলের এই গোষ্ঠীদন্দ্বের শিকার কেন সাধারণ মানুষ হবে? প্রশ্ন উঠছে এলাকা থেকে। যদিও স্থানীয় বিধায়ক শাসক দলের গোষ্ঠী কোন্দল তত্ত্ব অস্বীকার করেছেন।

Related posts

Leave a Comment