31 C
Kolkata
April 16, 2025
রাজ্য

পানাগড়ে শরবত খেয়ে অসুস্থ ১২, হাসপাতালে চিকিৎসাধীন ৭

দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের কাঁকসায় শরবত খেয়ে গুরুতর অসুস্থ ১২ জন। অসুস্থদের মধ্যে অধিকাংশই কিশোর বয়সী বলে জানা গিয়েছে। ঘটনাটি প্রায় তিন দিন আগের। এই অসুস্থ ব্যক্তিরা সেদিন পানাগড়ের একটি ঠেলাগাড়ি থেকে শরবত পান করেছিলেন। আর সেটা খেয়েই ঘটে বিপত্তি। অসুস্থ হয়ে পড়েন তাঁরা। তাঁদের ৭ জনকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এখন সেখানেই তাঁরা চিকিৎসাধীন আছেন।
এলাকাবাসীর ধারণা, ওই শরবতের বিষক্রিয়া থেকেই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। আজ শুক্রবার সকালে এলাকাবাসীরা কাঁকসা থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টির তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment