বিশেষ সংবাদদাতা, পাথরপ্রতিমা: আবারও সুন্দরবনের লোকালয়ে বাঘ ও কুমিরের আতঙ্ক। বৃহস্পতিবার রাতে আবারও নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে পাথরপ্রতিমার গোবর্ধনপুর উপকূল থানার ইন্দ্রপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার হঠাৎ করে স্থানীয় এক ব্যক্তির পুকুরে বড় একটি কুমির দেখতে পান গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনকর্মীরা। বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় অবশেষে কুমিরটিকে উদ্ধার করেন বনকর্মীরা। সেই আতঙ্ক ভুলতে না ভুলতে রাতে হঠাৎ বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকায় মানুষজন। খবর দেওয়া হয় বনবিভাগের অফিসে। খবর পেয়ে গভীর রাতে বন আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। গ্রামের মানুষজন যাতে আতঙ্কিত না হয়, তার জন্য এলাকায় মাইকিং করে সর্তকতা শুরু করেছেন তাঁরা।
উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে পাথরপ্রতিবার বিধাননগর এলাকায় বাঘ দেখতে পাওয়া যায়। তারপর থেকে বনকর্মীরা এলাকায় পর্যবেক্ষণে রয়েছেন। জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে জঙ্গল বরাবর এলাকা। তার মধ্যে আবারও পাথরপ্রতিবার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপুর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখায় বনকর্মীরা শুক্রবার সকাল থেকে এলাকায় জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছেন। এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বনবিভাগের মুখ্য আধিকারিক (ডি এফ্ ও) মিলন কান্তি মন্ডল জানান, ইতিমধ্যেই এই খবর আমরা পেয়েছি। বনবিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এলাকাবাসীরা যে জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন সেই জায়গায় অভিযান চালানো হবে। যদি কোনও বাঘ কিংবা অজানা জন্তু থেকে থাকে, সেজন্য গ্রামবাসীদের নিরাপত্তা দেওয়ার জন্য বদ্ধপরিকর বনবিভাগ।
previous post
next post