পাত্রীর নাম – প্রিয়া দাস। বয়স – 26+, উচ্চতা – 5’3″, রঙ- উজ্জ্বল শ্যামবর্ণ, গণ- নর। শিক্ষাগত যোগ্যতা – এমএসসি পাশ, জাতি- এসসি, পাত্রী মাঙ্গলিক, তিন বোন, এটা ছোটো। দুই দিদিই বিবাহিত। বাবা মা আছেন। বাবার নিজস্ব মাছের আড়ৎ আছে। পাত্র চাই 32 বছরের মধ্যে। সরকারি অথবা বে -সরকারি চাকরি। বেতন মাসে কম করে 50,000/- টাকা বা তার উপরে। পাত্রীর দত্ত বাগানে নিজস্ব তিনতলা বাড়ি। পাত্রী অবিবাহিত। অবিবাহিত ছোটো পরিবারের নেশাহীন পাত্র চাই। পাত্রের নিজস্ব বাড়ি হতে হবে। পাত্রকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গ নিবাসী হতে হবে। পশ্চিমবঙ্গের বাইরের পাত্র চলবে না। যে ধরনের পাত্র চাওয়া হয়েছে, সেই রকম পাত্র ছাড়া যোগাযোগ নিস্প্রয়োজন। সত্বর বিবাহ।
Contact/Whatsapp: 9804717108
www.ghatakbiday.com
previous post
next post