December 27, 2024
কলকাতা

পাতিপুকুর আন্ডারপাসের জমা জলে ডুবল গাড়ি, শহরে নিকাশি ব্যবস্থার কঙ্কালসার চেহারা

সংবাদ কলকাতা, ৫ সেপ্টেম্বর: জল জমে-বিপত্তি পাতিপুকুর আন্ডারপাসে। তাতেই ডুবল গাড়ি। নিকাশি নালার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। নিম্নচাপের জেরে রাতভর প্রবল বর্ষণ। তাতেই বিপর্যস্ত জনজীবন। দুর্ভোগের মধ্যে দক্ষিণ দমদম পৌরসভা ও কলকাতা পৌরসভার অধিকাংশ এলাকা। পাতিপুকুর আন্ডারপাসের পাশে জমে রয়েছে আট ফুট জল। জল সরাতে বসানো হলো দুটি পাম্প। আরজিকর অভিমুখী যানবাহন চলছে খুব ধীর গতিতে। একটি লেন বন্ধ থাকার কারণে অপর লেন থেকে দুই অভিমুখে যানবাহন চালানো হচ্ছে।

Related posts

Leave a Comment