May 3, 2025
Featured

পাটুলিতে ফুটব্রিজ বসানোর কাজ ক্যামেরাবন্দি করতে গভীর রাতেও উৎসাহী জনতার ভিড়

সংবাদ কলকাতা: পাটুলিতে ফুটব্রিজ বসানোর কাজ ক্যামেরাবন্দি করতে বাইপাসে গভীর রাত পর্যন্ত উৎসাহী জনতার ভিড়। তিনটি ক্রেনের মাধ্যমে প্রায় ৫০ টন ওজনের ওই ব্রিজকে তুলে দু’পাশে থাকা র‌্যাম্পে বসানো দিয়ে শুরু হয় কাজ। সেই দৃশ্য দেখতে কনকনে শীতের রাতেও স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাত প্রায় তিনটে পর্যন্ত মহিলারা সেই ছবি ক্যামেরাবন্দি করার জন্য অপেক্ষা রাস্তায় করেন। স্থানীয়দের বক্তব্য, ফুটব্রিজের জন্য বহুদিন লড়াই চালিয়েছেন। অবশেষে ব্রিজ বসানোর কাজ শুরু হচ্ছে। এটি তাঁদের আন্দোলনেরই ফল।

উল্লেখ্য, পাটুলি মোড়ের ঘোষপাড়ায় ফুটব্রিজ বসানোর কাজ শুরু হওয়ার জন্য শনিবার রাত দশটা নাগাদ বন্ধ হয়ে যায় ঢালাই ব্রিজ থেকে রুবি মোড় যাওয়ার রাস্তা। ওই রাতে ঢালাই ব্রিজ থেকে আসা গাড়ি বাঘাযতীন লেভেল ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেয় পুলিশ। বাইপাসে যেন কোনওভাবেই যানজট না হয় সেদিকে কড়া নজর ছিল পুলিশের।

Related posts

Leave a Comment