27 C
Kolkata
November 1, 2025
রাজ্য

পাটকলের শ্রমিকদের পিএফ-এর দায়িত্ব কেন্দ্রীয় সংস্থা ইপিএফও-র হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী

সংবাদ কলকাতা: নতুন বছর শুরুর আগেই রাজ্যের পাটকলের শ্রমিকদের নিয়ে নতুন ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। এবার পাটকলের শ্রমিকদের পিএফের দায়িত্ব তুলে দেওয়া হল কেন্দ্রীয় সংস্থা ইপিএফও-র হাতে।

উল্লেখ্য, এতদিন পর্যন্ত শ্রমিকদের পিএফ-এর দায়িত্ব ছিল চটকলের ট্রাস্টি বোর্ডের হাতে। বাংলার চটকলের শ্রমিকরা অবসরকালীন সময়ে ট্রাস্টি বোর্ডের থেকেই তাঁরা পিএফের প্রাপ্য পেতেন। কিন্তু অনেক সময় শ্রমিকরা তাঁদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হতেন। ট্রাস্টি বোর্ডের কর্তা ব্যক্তিরাই তাঁদের প্রাপ্য অর্থ আত্মসাৎ করত বলে অভিযোগ।

ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে শ্রমিকদের পিএফের দায়িত্ব কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিলেন। এই সিদ্ধান্তে খুশি হয়েছে সরকার ও বিরোধী পক্ষের সমস্ত শ্রমিক সংগঠনগুলি।

Related posts

Leave a Comment