28 C
Kolkata
April 4, 2025
বিদেশ

পাকিস্তানে বিস্ফোরণে ৭ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন

পুলিশ জানিয়েছে,পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বিস্ফোরণে সাত নিরাপত্তাকর্মী আহত হয়েছে।

প্রদেশের খাইবার জেলায় আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের একটি গাড়িকে রাস্তার ধারে লাগানো বিস্ফোরক ধাক্কা দিলে ঘটনাটি ঘটে, ওই এলাকার পুলিশ সূত্র শনিবার গণমাধ্যমকে জানায়।এছাড়াও বিস্ফোরণের সময় বাহিনীর গাড়িটি ওই এলাকায় নিয়মিত টহলরত ছিল, বিস্ফোরণে অন্তত দুই নিরাপত্তা কর্মী গুরুতর আহত হয়েছে, সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে।

ঘটনার পর উদ্ধারকারী দল, পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং অপরাধীদের গ্রেপ্তারে তল্লাশি অভিযান শুরু করেছে।
কোনো গোষ্ঠী বা ব্যক্তি এখনও বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

Related posts

Leave a Comment