করাচি, ২০ ডিসেম্বর: ফের ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত হল পাকিস্তান। গতকাল, সোমবার জনবহুল এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থল সেদেশের বালুচিস্তান প্রদেশের খুজদার জেলা। এদিন এখানকার একটি সুপার মার্কেটে এই বিস্ফোরণের জেরে ১৩ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতরা বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সম্প্রতি জঙ্গিরা পাকিস্তানের একটি থানার পুরো দখল নিয়েছে। তার মাঝে এই ঘটনা। রীতিমত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেদেশের প্রশাসনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সুপার মার্কেট এলাকায় কোনও অজ্ঞাত দুষ্কৃতী বোমা ভর্তি একটি মোটর সাইকেল রেখে যায়। পরে রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে সেটি বিস্ফোরণ ঘটানো হয়। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
next post