মুম্বই, ১৩ জুন: আগামী ১৫ জুন, বৃহস্পতিবার গুজরাট উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বিপর্যয়। যার সর্বোচ্চ গতিবেগ হবে প্রতি ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। আইএমডি সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় সৌরাষ্ট্র ও কচ্ছের ওপর দিয়ে বয়ে যাবে এই ঘূর্ণিঝড়। এরপর গুজরাটের জাখাউ বন্দরের সংলগ্ন ভূখণ্ডে আছড়ে পড়বে বিপর্যয়। এজন্য গুজরাট উপকূলে জারি করা হয়েছে কমলা সতর্কতা। সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্রের উপকূলবর্তী বহু জেলাতেও।
আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ঘূর্ণিঝড়টি পোরবন্দরের ৩০০ কিমি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। বর্তমানে দ্বারকার ২৯০ কিমি দক্ষিণ-পশ্চিমে আছে বিপর্যয়। ইতিমধ্যে এই ঝড়ের দাপটে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। আজ আরব সাগরে ১৫০ থেকে ১৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মাঝে মধ্যে ১৮০ কিমি পর্যন্ত দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। গতকাল মুম্বই বিমান বন্দরে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। বাতিল করা হয়েছে বহু ট্রেন পরিষেবা। এদিকে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
next post