30 C
Kolkata
August 3, 2025
বিদেশ

পাকিস্তানে কয়লা খনির সীমানা নিয়ে সংঘর্ষ, মৃত ১৬

ইসলামাবাদ, ১৬ মে: পাকিস্তানে একটি কয়লা খনির সীমানা নির্দেশকে ঘিরে সংঘর্ষ। ঘটনায় প্রাণ হারালেন ১৬ জন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে কোহাট জেলার দারা আদম খেক এলাকায়। এখানকার দুটি দু’টি জনগোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ বাঁধে। শুরু হয় গোলাগুলি। ফলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ১৬ জন। জখম হয়েছেন আরও অনেকে। তাঁরা এখন পেশোয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা গিয়েছে, সরকারের তরফে একটি কয়লা খনির সীমানির্দেশ করা হচ্ছিল। সেই সময় ওই দুই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। বাহিনীর তৎপরতায় পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আসে।

Related posts

Leave a Comment