19 C
Kolkata
December 23, 2024
দেশ

পাইলটের উপস্থিত বুদ্ধিতে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ, বাঁচল ১৮১ জন যাত্রী

Bangkok Thailand 8 Apr 2018:Air India Boeinh 787-8 dreamliner was taking off from Suwannabhum international airport to send passenger to india

তিরুবনন্তপুরম: যান্ত্রিক ত্রুটির জেরে এয়ার ইন্ডিয়ার আইএক্স ৩৮৫ বিমানের জরুরি অবতরণ তিরুবনন্তপুরম বিমানবন্দরে। পাইলটের সাবধানতায় অল্পের জন্য রক্ষা পেলেন বিমানের ১৭৬ জন যাত্রী ও ৬ জন কর্মী। শুক্রবার সকাল ৯.৪৪ মিনিটে কালিকট বিমানবন্দর থেকে রওনা দেয় যাত্রীবাহী এই বিমানটি। গন্তব্যস্থল ছিল সৌদি আরবের দাম্মাম পর্যন্ত।

কিন্তু বিমানটি আকাশে ওড়ার সময় ঘটে বিপত্তি। তার লেজটি রানওয়েতে ঘেঁষটে যায়। প্রথমে পাইলট সেটি অনুমান করতে না পারলেও আকাশে উড়তেই তিনি বিষয়টি ধরতে পারেন। তিনি তখন বুঝতে পারেন, সামনে ভয়ঙ্কর বিপদ। বিপদ থেকে বাঁচতে দ্রুত বিমানটি তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

এদিকে বিমানের ট্যাঙ্কারে ছিল জ্বালানি ভর্তি। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত বিমানের অবতরণ বিপদজনক হতে পারে। কারণ বিমানের নিরাপদ অবতরণে ওজন কমানোর প্রয়োজন ছিল। সেজন্য প্রায় এক ঘন্টা ১৫ মিনিট আকাশে চক্কর কেটেও জ্বালানি খুব বেশি খালি হয়নি।

অবশেষে ট্যাঙ্কার থেকে বেশ কিছু জ্বালানি তেল আরব সাগরে ফেলে দিয়ে বিমানটিকে হালকা করা হয়। এরপর দুপুর ১২টা ১৫ নাগাদ বিমানটিকে তিরুবনন্তপুরম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। জানা গিয়েছে, সাধারণত টেক-অফের জন্য প্রয়োজনীয় গতিতে পৌঁছনোর আগেই বিমানকে আকাশে তোলার চেষ্টা করলে এমনটা ঘটে। যদিও এক্ষেত্রে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তাই তদন্ত করে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment