সুমন মল্লিক, বনগাঁ: মহা সমারোহে অনুষ্ঠিত হল পাঁচপোতা বাজার সংলগ্ন আচারিপাড়া স্থিত হরিচাঁদ গুরুচাঁদ অশ্বিনী ধামের মহোৎসব। প্রতি বছরের ন্যায় এবারও ৩রা বৈশাখ এই মহোৎসব ঘিরে এলাকাবাসীর মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। এবছরের ৩৩তম মহা মহোৎসবে ছিল লক্ষাধিক মানুষের ভিড়।
গ্রীষ্মের এই তীব্র দাবদাহের মধ্যেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষের এই মহা সমাবেশ ছিল চোখে পড়ার মতো। জাতি, ধর্ম, বর্ণ ও রাজনীতির ভেদাভেদকে দূরে রেখে এই মহোৎসব হয়ে উঠেছে এক মহামানবের মিলনক্ষেত্র।
এই মহোৎসব ঘিরে প্রতিটি মানুষের জন্য ছিল যুগল অন্নপ্রসাদের ব্যবস্থা। আগামী কয়েকদিন ধরে মন্দির প্রাঙ্গণে এক মিলন মেলার আয়োজন করা হয়েছে। উক্ত দিনগুলিতে প্রতিটি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে হরিযাত্রা, কবিগান ইত্যাদি নানা প্রকার মনোজ্ঞ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীদিনে এই হরিচাঁদ গুরুচাঁদ অশ্বিনী ধামের এই মহোৎসব এলাকার ঐতিহ্য হয়ে উঠবে বলে আশা প্রকাশ করছেন সিংহভাগ এলাকাবাসী।
previous post
next post