27 C
Kolkata
April 16, 2025
রাজ্য

পশ্চিম বর্ধমান

শারদীয়া উৎসব উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভার আয়োজন করা হয় কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ।রাজ্যের বিভিন্ন জেলার পুজো কমিটি এবং প্রশাসনের অধিকারিকদের নিয়েও এই সভায় বিভিন্ন জেলা সদর দপ্তর এবং মহকুমায় ভার্চুয়ালি বৈঠক করেন তিনি। সেই মোতাবেক দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে এই ভার্চুলার প্রশাসনিক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর পৌর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসকমন্ডলীর অন্যান্য সদস্যরা, উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা এবং অন্যান্য দপ্তরের আধিকারিকেরা সহ দূর্গাপুরে বিভিন্ন পুজো কমিটির
প্রতিনিধিরা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপূজা উপলক্ষে দূর্গা পূজা কমিটিগুলোকে ৮৫ হাজার টাকা করে দেবে বলে ঘোষণা করেছে। তারপরই আনন্দিত এবং উৎসাহিত পুজো কমিটির সদস্যরা।

Related posts

Leave a Comment