32 C
Kolkata
April 9, 2025
জেলা

পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলন সফল ভাবে অনুষ্ঠিত হল ভিআইপি নগর হাইস্কুলে

কলকাতা, ২৪ জুলাই: পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির কলকাতা জেলার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ভিআইপি নগর হাইস্কুলে। এই সভায় প্রকাশিত হয় শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সম্বৃদ্ধ।

এই সমাবেশের দুই পর্বে শিক্ষার সেকাল একাল, বর্তমান শিক্ষানীতি, সমাজে শিক্ষকের অবস্থান, সংগঠনের দায়বদ্ধতা প্রভৃতি নিয়ে বহুমুখী আলোচনা চলে। প্রশ্নোত্তর পর্বে সমিতির পক্ষ থেকে অশোক কুমার মাইতি শিক্ষার স্বার্থে সকল শিক্ষক ও শিক্ষাকর্মীকে সংগঠিত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুধীর দত্ত, ড. দেবব্রত বেরা, অশোক কুমার মাইতি,সূর্যাংশু ভট্টাচার্য, কৃষ্ণাংশু মিশ্র, ড. কিংশুক চক্রবর্তী, পুলক দেব,চিন্ময় মন্ডল, নবকুমার কর্মকার, সুহিনা বিশ্বাস,শ্রীদাম জানা,আনোয়ার আলি প্রমূখ।

এরপর ভি.আই.পি নগর হাইস্কুলের শিক্ষক শিক্ষিকাগণ সমবেতভাবে সঙ্গীত উপস্থাপন করেন। প্রধান শিক্ষক দীপেন কুমার সাউয়ের তত্ত্বাবধানে ভাবগম্ভীর এই অনুষ্ঠান মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হয়।

Related posts

Leave a Comment