সংবাদ কলকাতা, ২৪ মার্চ: আজ, রবিবার আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার ১৯টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। সারা দেশে এটি ভারতীয় জনতা পার্টির পঞ্চম তালিকা হলেও রাজ্যে এটিই দ্বিতীয় তালিকা। যা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত রাজ্যের রাজনৈতিক মহল। দ্বিতীয় এই তালিকায় তৃণমূলের বিরুদ্ধে অধিকাংশ আসনে যোগ্য প্রার্থী দিয়ে রীতিমতো চাপে ফেলে দিয়েছে ঘাসফুল শিবিরকে। যদিও এখনও রাজ্যের ৪ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেনি বিজেপি। এই চারটি আসন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে তমলুক কেন্দ্রে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে গুঞ্জন চলছিল, সেটা সত্যি প্রমাণিত হল। এই কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে পদ্মফুল শিবির। পাশাপাশি, এবার মেদিনীপুর কেন্দ্রে দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়নি। তাঁকে প্রার্থী করা হয়েছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে। পরিবর্তে মেদিনীপুরে তাঁর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিধায়ক অগ্নিমিত্রা পলকে। একইভাবে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীকে এবার সেখানে প্রার্থী করা হয়নি। এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে কার্তিক পালকে। পরিবর্তে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করা হয়েছে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে। তৃণমূল থেকে নবাগত তাপস রায়কে উত্তর কলকাতা থেকে প্রার্থী করা হয়েছে।
শেখ শাহজাহান এবং তার শাগরেদদের অত্যাচারে অতিষ্ঠ সন্দেশখালি। যা নিয়ে তোলপাড় গোটা দেশ। এবার সেই সন্দেশখালির একজন মহিলাকে প্রার্থী করে চমক দিল বিজেপি। রেখা পাত্র নামে ওই মহিলাকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। যা নিয়ে রীতিমতো চাপে তৃণমূলের প্রার্থী হাজি নুরুল। ২০১০ সালে দেগঙ্গা দাঙ্গায় বিতর্কের কেন্দ্রে আসা হাজি নূরুলকে এবার প্রার্থী করা হয়েছিল মূলত সন্দেশখালিতে তাঁর একটা প্রভাব থাকার জন্য। কিন্তু সেই বিতর্কিত এলাকা থেকে একজন মহিলাকে প্রার্থী করায় হাজি নূরুল সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে পড়লেন। অন্যদিকে দার্জিলিংয়ে ফের রাজু বিস্তাকে প্রার্থী করেছে পদ্মফুল শিবির। অর্জুন সিং-কে ফের বারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি।
এক ঝলকে ১৯ আসনে বিজেপি-র দ্বিতীয় প্রার্থী তালিকা:
মেদিনীপুর : অগ্নিমিত্রা পাল,
বর্ধমান দুর্গাপুর : দিলীপ ঘোষ,
ব্যারাকপুর : অর্জুন সিংহ,
উত্তর কলকাতা : তাপস রায়,
তমলুক : অভিজিৎ গঙ্গোপাধ্যায়,
বসিরহাট : রেখা পাত্র,
বারাসত : স্বপন মজুমদার,
দক্ষিণ কলকাতা : দেবশ্রী চৌধুরী,
দমদম : শীলভদ্র দত্ত,
বর্ধমান পূর্ব : অসীম সরকার,
রায়গঞ্জ : কার্তিক পাল,
শ্রীরামপুর : কবীর শঙ্কর বোস,
আরামবাগ : অরূপকান্তি দিগার,
কৃষ্ণনগর : অমৃতা রায়,
জলপাইগুড়ি – জয়ন্ত রায়,
দার্জিলিং : রাজু বিস্তা,
জঙ্গিপুর : ধনঞ্জয় ঘোষ,
মথুরাপুর : অশোক পুরকাইত,
উলুবড়িয়া : অরুণ উদয় পাল চৌধুরী।