সংবাদ কলকাতা, ৮ ডিসেম্বর: বৃহস্পতিবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বৈঠক। ওই বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে অভিযোগ জানাতে পারেন সুকান্তবাবু। এছাড়া দলের সাংগঠনিক বিষয়েও অমিত শাহের পরামর্শ নিতে পারেন রাজ্য বিজেপির সভাপতি। এমনটাই সূত্রের খবর।
পঞ্চায়েত নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। তারপরই ২০২৪-এর লোকসভা নির্বাচন। ফলে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে মরিয়া গেরুয়া শিবির। একদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি ও গরুপাচার কাণ্ড। অন্যদিকে ২০২১-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসাকে হাতিয়ার করতে চাইছে বঙ্গ বিজেপি।
ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্য বিজেপি সভাপতির এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
previous post