24 C
Kolkata
December 26, 2024
রাজ্য

পশ্চিমবঙ্গের অবস্থা ক্রমশঃ পাকিস্তান, আফগানিস্তানের মতো হয়ে যাচ্ছে

শুক্রবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ

সংবাদ কলকাতা: শুক্রবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেই সময় আমডাঙ্গায় খুন তৃণমূল নেতা খুন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কে কাকে প্রটেকশন দেবে? এগুলো তো পার্টির কাজ নয়। রাজনৈতিক কর্মীরা মানুষের কাছে যায়না। মানুষকে পিটিয়ে মারা হচ্ছে। পশ্চিমবঙ্গের অবস্থা ক্রমশঃ পাকিস্তান আফগানিস্তানের মতো হয়ে যাচ্ছে। এখানে কেউ সুরক্ষিত নয়। প্রকাশ্যে পিটিয়ে মানুষ মারা হচ্ছে। কেউ বিরোধিতা করলে, তাকে রেয়াত করা হচ্ছে না। প্রশাসন কোথায়? আইন শৃঙ্খলা কোথায়? সরকার কোথায়? মুখ্যমন্ত্রী ২ মাস ধরে বাড়িতে বসে আছেন। তিনি চালাতে পারছেন না। অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত। ভাইপোকে দিয়ে দিন। রিজাইন করুন। পুলিশ মন্ত্রী অন্য কাউকে করুন। পারবেন না, এটা প্রমাণ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ কি ওনাকে ভোট দিয়ে ভুল করেছে?

শুভেন্দু বলেছেন সিপিএম কর্মীদের দল প্রটেকশন দিতে পারছে না। ওনার সঙ্গে অনেকে যোগাযোগ করছে। এপ্রসঙ্গে দিলীপ বাবু বলেন, আমাদেরও আড়াইশো কর্মীকে খুন করা হয়েছে। এবার কি মানুষ অস্ত্র নিয়ে নামবে? বিদ্রোহ করবে? পুলিশ কি করবে? সরকার কি করবে? অর্ধেক পুলিশ তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি লাগিয়ে দেওয়া হয়েছে। তারপরেও খুন হচ্ছে। এর মানে সমাজবিরোধী ও দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। এতো খুন হয়। চার্জ শিট হয়না। তার মানে ওরাই সরকারের সঙ্গে মিশে আছে।

আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে ব্রেইন টিউমার তত্ত্ব প্রসঙ্গে দিলীপ বাবুর বক্তব্য, জিজ্ঞাসাবাদ মানে কি ডান্ডা দিয়ে মাথায় মারা? উনি দিব্যি সুস্থ মানুষ। বাড়ি থেকে বেরিয়ে থানায় গেলেন। তারপর হঠাৎ মারা গেলেন? পুলিশ কি ডাক্তার? ও নিজে বোঝেনি তার কি সমস্যা? একজন সুস্থ হোক বা অসুস্থ হোক, থানায় গেলেই মারা যাবে? পুলিশ এতো নিষ্ঠুর কেনো? প্রকৃত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। কারণ তলে তলে তাদের সঙ্গে সাঁট আছে। আর যারা সাধারণ মানুষ, তাদের সঙ্গে এই ক্রুর ব্যাবহার, হত্যা করা হচ্ছে, এটা কোনো সভ্য সমাজে কল্পনা করা যায়না।

সিপিএম বিজেপি জোটের তত্ব শান্তনু সেনের। এর পাল্টা উত্তরে দিলীপ বাবু জানান, কার সঙ্গে কি জোট, ওনার সার্টিফিকেট লাগবে না। পাটনায় একসঙ্গে বসে চা খেয়েছেন কারা? বেঙ্গালুরুতে পিকনিক করেছেন কারা? সেখানে কি বিজেপি ছিল? আর এখানে ফিরে এসে আই ওয়াশ চলছে। তৃণমূল কোথায় আছে? নিজেদের মধ্যে মারামারি, পুলিশ দিয়ে রাজনীতি। দুর্গাপুজোর উদ্বোধন করছে পুলিশ অফিসার। না নেতা, না বিধায়ক, কেউ নেই, পুলিশ আছে। তারাই টাকা তুলে দিচ্ছে, তারাই কমিটি করে দিচ্ছে। তারাই পার্টি চালাচ্ছেন।

Related posts

Leave a Comment