33 C
Kolkata
August 2, 2025
রাজ্য

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ছাত্রের

নদীয়া, ৪ আগস্ট: পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে তেহট্টের নাজিরপুরের কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসতুল্লা নগরের বাসিন্দা ওই ছাত্রের নাম আয়ুস মণ্ডল, বয়স আনুমানিক ১৪ বছর। এদিন নাজিরপুর বিদ্যাপীঠ থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল সে। সেই সময় কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে একটি ছোটো ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে আয়ুসকে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর নিয়ে যাওয়া হয় ছাত্রের দেহ। শিশুর মৃত্যুর এই ঘটনা মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। শিশু মৃত্যুর এই ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

Related posts

Leave a Comment