পরীক্ষার শুরুর কিছু আগের মুহূর্তই গোবরডাঙ্গার বেড়গুম হাইস্কুলের মাধমিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ল। পরীক্ষা কেন্দ্র থেকে পুলিশের তৎপরতায় তাকে নিয়ে আসা হয় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই পরীক্ষার ব্যবস্থা করা হল ওই পরীক্ষার্থীর। তার সিট পড়েছিল জানাপুল হাইস্কুলে।
previous post