সংবাদ কলকাতা: আগামী রবিবার অর্থাৎ ১০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার কথা মাথায় রেখে পূর্ব রেল পরীক্ষার্থীদের সুবিধার্থে হাওড়া ও শিয়ালদা ডিভিশনে সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত অন্যান্য দিনের মতো সমস্ত ইএমইউ ট্রেন পরিষেবা চালু রাখবে। যে ইএমইউ ট্রেনগুলি রবিবারগুলিতে বাতিল থাকে, সেই emu ট্রেনগুলিও সেদিন চলবে। এমনটাই জানালেন পূর্ব রেলের CPRO বা পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।