সুমন মল্লিক, সংবাদ কলকাতা: আজ ১১ ডিসেম্বর, রবিবার রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। এবারের পরীক্ষার্থী প্রায় ৭ লক্ষ। বিপুল পরিমাণ পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করা পর্ষদের কাছে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
জানা গিয়েছে, আজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হিমশিম খাচ্ছে বহু পরীক্ষার্থী। সেই সমস্যা সমাধানে মানবিকভাবে এগিয়ে এসেছে পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছিল, সকাল ১১ টা; সেটা ৪৫ মিনিট বাড়িয়ে ১১ টা ৪৫ মিনিট করা হয়।
উল্লেখ্য, এদিন কলকাতা সহ বিভিন্ন জেলায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে একটু দেরি হতেই বন্ধ হয়ে গিয়েছে পরীক্ষা কেন্দ্রের দরজা। ফলে সমস্যায় পড়ে পরীক্ষা কেন্দ্রের বাইরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন পরীক্ষার্থীরা। পাশাপাশি, কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ জানানো হয়। অবশেষে পর্ষদের তরফে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে জানানো হয়, পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর জন্য সকাল ১১ টার পরিবর্তে ১১ টা ৪৫ মিনিট করা হয়েছে। তবে মানতে হবে কিছু শর্ত। এই মর্মে নির্দেশিকা দেওয়া হয় কেন্দ্রগুলিকে।
previous post