সংবাদ কলকাতা, ৩ জানুয়ারি: মাত্র ৪৪ বছর বয়সে প্রয়াত হলেন পরিচালক সন্দীপ চৌধুরী । হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত হয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন পরিচালক অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ। পারিবারিক সূত্রে জানা গিয়েছে গত ১৭ই ডিসেম্বর একটি সিরিয়ালের শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সন্দীপ বাবু। সেজন্য গত ১৫ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ মঙ্গলবার সেই বেসরকারি নার্সিংহোমেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, তরুণ পরিচালক সন্দীপ চৌধুরী একাধিক মেগা সিরিয়াল পরিচালনা করেছিলেন। তাঁর পরিচালিত ‘এরাও শত্রু’ ধারাবাহিক যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে। যা নিয়ে পরে তিনি একটি সিনেমাও তৈরি করেন। সন্দীপ চৌধুরী ব্যক্তিগত জীবনে অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী ও হাসিখুশি স্বভাবের ছিলেন। সেজন্য তাঁর সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন তিনি। বহু টিভি চ্যানেলের একাধিক ধারাবাহিকের সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত ছিলেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে কান্নায় ভেঙে পড়েছেন বোন চুমকি চৌধুরী। টলিউডেও নেমেছে শোকের ছায়া।
previous post
