32 C
Kolkata
August 2, 2025
দেশ

মহমেডানের আই লিগ জয় ও পবিত্র ঈদ উপলক্ষে মিষ্টিমুখ

নিজস্ব সংবাদদাতা– পশ্চিম মেদিনীপুর গত ৬ এপ্রিল শিলং লাজং এফ.সি কে হারিয়ে আই লীগ চ্যাম্পিয়ন হয়ে ভারত সেরা তকমা পেয়েছে মহামেডান ক্লাব৷ সেই সঙ্গে কলকাতার এই শতাব্দী প্রাচীন ক্লাবটি বর্তমানে দেশের সর্বোচ্চ ফুটবল লীগ আইএসএল এ সরাসরি খেলার ছাড়পত্রও পেয়েছে৷ এই ঐতিহাসিক জয়কে স্মরণীয় করে রাখতে এই অভিনব উদ্যোগ নিল মেদিনীপুর শহরের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ফুটবল ক্লাব মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব৷ পশ্চিম মেদিনীপুর জেলার মহামেডান ক্লাবের একমাত্র ফ্যান ক্লাব হিসাবে পরিচিত এই ফ্যান ক্লাব মহামেডান ক্লাবের অফিসিয়াল ফ্যান ক্লাব ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাব অফিসিয়াল এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার প্রধান কার্যালয় হিসাবে জেলার ফুটবল মহলে সুপরিচিত৷ তাই বৃহস্পতিবার পবিত্র ঈদকে সামনে রেখে ও মহামেডান স্পোর্টিং ক্লাবের এই জয়ের খুশি মেদিনীপুর শহরের কেরাণীটোলায় পথচলতি সাধারণ মানুষকে মিষ্টিমুখ করিয়ে ঈদ মিলন উৎসব পালন করলো এই ক্লাবের সদস্যরা৷ এছাড়াও এই স্থানেই কেরানীটোলা ঈদ কমিটির সহযোগিতায় মহামেডান ফ্যান ক্লাবের সহযোগিতায় তৈরি করা হয়েছে একটি সুসজ্জিত সেলফি জোন,, যেখানে ফুটে উঠেছে মহামেডান ক্লাব সহ ব্ল্যাক প্যান্থার্স ও মেদিনীপুর মহামেডান ক্লাবের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত৷
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, ক্লাবের সাধারণ সম্পাদক সেখ আজহারউদ্দিন, সহ সম্পাদক আব্দুল ওয়াহেদ, অর্থসচিব সেক আরমান, সেক সাব্বির, আবীর আগরওয়াল, নির্মাল্য চক্রবর্তী, বিশ্বজিৎ মুখার্জী, ক্লাবের কোচ গৌতম দেব, সোমনাথ সাহা, অভিজিৎ দাস, আইজ্যাক আলি খাঁন সহ ক্লাবের একাধিক কর্মকর্তা, কোচ, ফুটবলার ও সদস্যবৃন্দ৷ এই কর্মসূচি প্রসঙ্গে সেখ আজহারউদ্দিন জানান, ‘‘মহামেডান এর ঐতিহাসিক জয় এ আমরা গর্বিত৷ পবিত্র ঈদ-এর দিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সেই জয় সবার সঙ্গে ভাগ করে নিতে এবং এই জেলাতে আবার মহামেডান সমর্থকদের মধ্যে মহামেডান ক্লাবের প্রতি পুরানো উচ্ছ্বাস ফিরিয়ে আনতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস৷ তিন প্রধানের সৌজন্যে বাংলার ফুটবল আবার পুরানো গৌরব ফিরে পাক, আবার ভারতীয় ফুটবল কাঁপাক তিন প্রধান এই কামনা করি’’৷

Related posts

Leave a Comment