18 C
Kolkata
January 21, 2025
বিদেশ

পদযাত্রায় গুলিবিদ্ধ হলেন পিটিআই প্রধান ইমরান খান

ইসলামাবাদ, ৩ নভেম্বর: বৃহস্পতিবার পদযাত্রায় গুলিবিদ্ধ হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। গুজরানওয়ালা জেলার ওয়াজিরাবাদ শহরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। সেখানে পদযাত্রার সময় পায়ে গুলি লেগে রক্তাক্ত হন তিনি। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে আছেন ইমরান ঘনিষ্ঠ সেনেটর ফয়জল জাভেদ। এছাড়া দলের আরও বেশ কয়েকজন পিটিআই নেতাকর্মী জখম হয়েছেন। ভিড়ের মধ্যে থেকে এক হামলাকারী যুবককে গ্রেপ্তার করা হয়। সে জানিয়েছে, ‘ইমরান খান মানুষকে ভুল বোঝাচ্ছে। ওকেই খতম করতে এসেছিলাম।’ পৃথিবীর একাধিক দেশের রাষ্ট্রনেতা এই ঘটনার তীব্র নিন্দা করে ধিক্কার জানিয়েছেন। পাকিস্তানের উদ্ভূত পরিস্থিতির উপর নজর রাখছে ভারতের বিদেশ মন্ত্রক। তিনি এখন লাহোরের শওকত খানুম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।
জানা গিয়েছে, বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি দেশজুড়ে লং মার্চ শুরু করেছে ইমরানের দোল পিটিআই। এদিন ইসলামাবাদ থেকে ২০০ কিমি দূরে ওয়াজিরাবাদ শহরে সেই লং মার্চ-এর ভারম্যমান কন্টেনার ট্রাক থেকে ভাষণ দেওয়ার প্রাক মুহূর্তে এই হামলার শিকার হন পিটিআই প্রধান ইমরান।

Related posts

Leave a Comment