April 9, 2025
Uncategorized

পথ নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করতে পদযাত্রা

বীরভূম: প্রতিবছর দুর্ঘটনার জন্য হাজার হাজার মানুষকে হারাতে হছে আমাদের। তার একমাত্র কারণ অসতর্কতা। নিজেরা একটু সচেতন হলেই আমরা দুর্ঘটনার কবল থেকে নিজেদের রক্ষা করতে পারি। তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ রাজ্য সরকারের একটি উদ্যোগ। এই পরিকল্পনায় জনসাধারণকে সচেতন করাই মূল লক্ষ্য।

তাই আজ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি। পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে একটি পদযাত্রার আয়োজন করা হয় সদাইপুর থানার পক্ষ থেকে। এই পদযাত্রা চিনপাই কালী মন্দির থেকে শুরু করে স্কুল মোড় হয়ে একেবারে চিনপাই বাইপাসে গিয়ে শেষ হয়। এদিন এই পদযাত্রায় অমিয় কুমার স্মৃতি জুনিয়র গার্ল্স হাই স্কুল ও চিনপাই প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ জন পড়ুয়া এবং ২০০ জন পুলিশ কর্মীরা অংশগ্রহণ করে।

এদিন উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর সিউড়ি সদর প্রদীপ কুমার মণ্ডল, সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এদিন সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার করার উদ্দেশ্যে হাতে প্লাকার্ড নিয়ে সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পথ নিরাপত্তা কী কী ভাবে পালন করা উচিৎ সে বিষয়ে সমস্ত বাইক আরোহী থেকে চার চাকা আরোহীদের প্রচারপত্র বিতরণ করে সচেতন করা হয় সদাইপুর থানার পুলিশের তরফে। সেখানে পথ চলতি মানুষজন ও চালকদের সচেতন করা হয়েছে। পুলিশকর্মীরা প্রচার চালাতে গিয়ে জানিয়েছেন, মোটর বাইক চালানোর সময় হেলমেটের ব্যবহার করা প্রয়োজন। চারচাকা গাড়ি চালানোর সময় সিট বেল্টের ব্যবহার করা, গাড়ি আস্তে চালানো, মদ্যপান করে গাড়ি না চালানো, গাড়ি চালানোর সময় মোবাইল বা হেডফোন ব্যবহার না করা ইত্যাদি।

Related posts

Leave a Comment