23 C
Kolkata
December 23, 2024
জেলা দেশ

পথ দুর্ঘটনায় মৃত ৩, চিকিৎসাধীন গাড়ি চালক

মালদা:কাক ভোরে পথ দুর্ঘটনায় মৃত তিন,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গাড়ি চালক। মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর ছড়াতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে।শনিবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ৩১ নম্বর জাতীয় সড়কের কাবুয়ারোড কালীমন্দির এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে,প্রতিদিনের মতো এদিনও কাক ভোরে তুলসীহাটা গ্রামের পাঁচ জন ব্যক্তি ৩১ নং জাতীয় সড়কে প্রাতো ভ্রমণের বেরিয়েছিলেন। তুলসিহাটা থেকে একটি পিকআপ ভ্যান পিছন থেকে এসে তিন জনকে সজোড়ে ধাক্কা মেরে রাস্তার ধারে খালে পরে যায় গাড়িটি। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।মৃত তিন ব্যক্তির নাম দিলীপ সাহা বয়স( ৪৯), ফেকন লাল রাম (৬০),ও সুরেশ খৈতান( ৬০), প্রত্যেকের বাড়ি তুলসিহাটা গ্রামে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, দেহ উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। পিকাপ ভ্যানটি আটক করা হয়েছে।
গাড়ি চালক আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি দেখে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
তুলসীহাটা গ্রামের বাসিন্দা অভিজিৎ গুপ্ত বলেন,প্রতিদিনের মতো আজ সকালেও আমাদের তুলসীহাঁটার ৫ জন ব্যক্তি প্রাতো ভ্রমনে এসেছিল কাবুয়ারোড এলাকায়।সেখানে কালীমন্দিরের পাশে দিলীপ সাহা,ফেকন লাল রাম ও সুরেশ খৈতান ব্যায়াম করছিল হঠাৎ তুলসীহাটার দিক থেকে দ্রুত গতিতে আশা একটি পিকআপ ভ্যান তাদের সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বারবার এইভাবে জাতীয় সড়কে অনেক যানবাহন দ্রুতগতিতে চলছে, যার কারণে দুর্ঘটনা বাড়ছে।প্রশাসনকে বলবো এগুলোর দিকে একটু নজর রাখতে।

Related posts

Leave a Comment