27 C
Kolkata
November 1, 2025
রাজ্য

পণের দাবিতে স্ত্রীকে পিটিয়ে খুন, অভিযুক্ত স্বামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড

পুরুলিয়া, ১৭ জানুয়ারি: অতিরিক্ত পণের দাবিতে স্ত্রীকে পিটিয়ে খুন। স্বামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ। এছাড়া ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। অনাদায়ে আরও ছ’মাস অতিরিক্ত জেল। এই সাজা ঘোষণা করল পুরুলিয়া জেলা আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সৌমেন সরকার বুধবার এই নির্দেশ দিয়েছেন। এই মামলার সরকারি আইনজীবী সুবোধ চট্টোপাধ্যায়। তিনি বলেন, স্ত্রীকে পিটিয়ে খুনের দায়ে বরাবাজার থানার জামুনডি গ্রামের কার্তিক মাহাতকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে মহামান্য জেলা আদালত। জরিমানা অনাদায়ে আরও ছ’মাস অতিরিক্ত গরাদে কাটাতে হবে আসামীকে।

আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি। ঐদিন রাতে বাড়িতে অশান্তি চলাকালীন একটি মোটা লাঠি দিয়ে স্ত্রীর মাথায় একাধিক আঘাত করে কার্তিক। তিনি রক্তাক্ত অবস্থায় সেখানেই তিনি লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা কার্তিকের বিরুদ্ধে বরাবাজার থানায় জানায়। পুলিস ভারতীকে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সরকারি আইনজীবী বলেন, মৃতদেহের ময়নাতদন্তে দেখা যায় মাথায় ১৬টি আঘাতের চিহ্ন রয়েছে। ওই মাসেই ২০ তারিখ কার্তিককে গ্রেপ্তার করা হয়। তারপর থেকেই অভিযুক্ত কার্তিক পুরুলিয়া জেলা সংশোধনাগারে রয়েছে। হেফাজতে থাকা অবস্থায় বিচার প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার অভিযুক্তকে বধূ নির্যাতন এবং খুনের অভিযোগে বিচারক দোষী সাব্যস্ত করেন। বুধবার সাজা ঘোষণা হয়।

উল্লেখ্য, ২০১৭সালে ঝাড়খণ্ডের বামনি চেলিয়ামা গ্রামের ভারতী মাহাতর সঙ্গে বিয়ে হয় পুরুলিয়ার বরাবাজার থানার জামুনডি গ্রামের কার্তিকের। বিয়ের তিনমাস পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে পরিবারে অশান্তি শুরু হয়।

Related posts

Leave a Comment